দুপচাঁচিয়া উপজেলা
প্রধান খবর

বগুড়ায় চুরির মাল উদ্ধার, গ্রেপ্তার ৪

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাচিয়ায় বসতবাড়ীতে চুরির ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধার সহ ৪জন চোরকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন দুপচাঁচিয়া পৌর এলাকার সঞ্জয়পুর মহল্রার হযরত আলীর ছেলে তোতা প্রাং(৪২), ধাপসুখানগাড়ী মহল্লার জামাল উদ্দিনের ছেলে ওমর ফারুক(৩৮), তালোড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের নবাব আলীর প্রাং এর ছেলে জুয়েল প্রাং(২৫) ও কইল গ্রামের আজিজুল সাকিদারের ছেলে মেহেদী হাসান আকাশ(২২)।


থানা সূত্রে জানা যায়, গত ২মে শুক্রবার রাতে দুপচাঁচিয়া পৌর এলাকার সুজন নামের এক ব্যক্তির বাড়িতে চোরেরা প্রবেশ করে সুজন ও তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরচক্রের ৪জনকে আটক করে তাদের দেয়া তথ্যে মতে চুরি যাওয়া একটি ডিসকোভার মোটরসাইকেল ও নগদ ৫হাজার টাকা উদ্ধার করে।


দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ৪জন চোরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button