ধর্ম

নামাজ চলাকালীন মোবাইলের রিংটোন বাজলে বন্ধ করা যাবে?

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি নামাজের সময় সুন্দরভাবে ওজু করে, মনোযোগের সঙ্গে রুকু-সিজদা সম্পন্ন করে, তার এ নামাজ পূর্বের সব গুনাহের কাফফারা হয়ে যায়—যতক্ষণ না সে কোনো বড় গুনাহে লিপ্ত হয়।

তাই নামাজের আগে মোবাইল বন্ধ বা সাইলেন্ট রাখা উচিত, যাতে অন্যের ইবাদতে ব্যাঘাত না ঘটে। তবে ভুলবশত মোবাইল চালু থাকলে ও নামাজ চলাকালীন রিংটোন বাজতে শুরু করলে করণীয় হলো—

১. মোবাইলের দিকে না তাকিয়ে এক হাত দিয়ে দ্রুত বন্ধ করা। এটি পকেটের ওপর থেকে বা ভেতরে হাত ঢুকিয়েও করা যেতে পারে।
২. মোবাইল বের করে দেখে দেখে বন্ধ করলে—even এক হাত দিয়েও—নামাজ ভেঙে যাবে, কারণ এতে অন্যরা মনে করতে পারে যে সে নামাজে নেই।
৩. ফোল্ডিং সেটও এক হাত দিয়ে না দেখে বন্ধ করলে নামাজ ভাঙবে না। তবে দুই হাত ব্যবহার করলে বা দেখে দেখে বন্ধ করলে নামাজ নষ্ট হবে।
৪. এক হাত দিয়েও যদি বন্ধ করতে তিন তাসবিহ সময় লেগে যায়, তবুও নামাজ ভেঙে যাবে।

তথ্যসূত্র: ফাতাওয়া তাতারখানিয়া ১/৫৬৪; শরহুল মুনইয়াহ, পৃ. ৪৪৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৫

এই বিভাগের অন্য খবর

Back to top button