জাতীয় বিশ্ববিদ্যালয়বগুড়া জেলা

আজিজুল হক কলেজে বর্ষবরণ

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে মহাসাড়ম্বরে পহেলা বৈশাখ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলীর নেতৃত্বে কলেজের বটতলা থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

রঙিন পোশাকে শোভাযাত্রায় প্রতিষ্ঠানের ২৩ টি বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে কলেজের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহতাব হোসেন মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড গাজী তৌহিদুল আলম চৌধুরী।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button