বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ২১ মামলার আসামি সাবেক কাউন্সিলর আমিনুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলামকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন।


আমিনুল ইসলাম বগুড়া শহরের নিশিন্দারা এলাকার বাসিন্দা ও ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

ডিবি সূত্র জানিয়েছে, আমিনুল ইসলামের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিষ্ফোরক ও দুর্নীতিসহ ২১ টির বেশি মামলা চলমান আছে।


বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিনুল ইসলামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ৯ টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন।


গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবি টিম ঢাকার গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।


অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ প্রায় ২১ টি মামলার তথ্য রয়েছে পুলিশের কাছে। এসব মামলার মধ্যে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিষ্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের মামলাও আছে। এই মামলাগুলো সবই তদন্তাধীন ও আদালতে বিচারাধীন। গ্রেপ্তার হওয়া আমিনুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এই বিভাগের অন্য খবর

Back to top button