বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটেছে।


​নিহতদের একজন হলেন সদরের গোপালবাড়ী এলাকার মৃত সিদ্দিক সরদারের স্ত্রী ও মাটিডালী মোড়ের একটি হোটেলের কর্মচারী রেহেনা বেগম। অপর দুর্ঘটনায় নিহত মোকামতলা বন্দরের দিদারুল ইসলাম জিহাদের মেয়ে এক বছর বয়সী শিশু জোবাইদা।

পুলিশ জানায়, রেহেনা বেগম সকালে মাটিডালি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা রেহেনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নাঈমও আহত হয়েছেন। তিনিও হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে।
এর আগে টিএমএসএস মেডিকেল কলেজের সামনে
​আরেকটি দুর্ঘটনায় শিশু জোবাইদা মারা গেছে।

পুলিশ সূত্র বলছে, জোবাইদার পরিবার ঢাকা থেকে প্রাইভেটকারে ফিরছিল। টিএমএসএস মেডিকেল কলেজের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গাড়িতে থাকা তার পরিবারের অন্য সদস্যরা আহত হয়েছেন এবং তাদের বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ দুটি দুর্ঘটনাস্থলই পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button