বগুড়া

বগুড়া জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল

করোনা আক্রান্ত বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু ও জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সুস্থতা কামনা করে জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল করা হয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর বগুড়া শহরের বিদ্যুৎ অফিস মসজিদে দোয়া মাহফিল করা হয়। করোনার শুরু থেকে মানুষের মাঝে খাদ্য বিতরণ থেকে সকল কর্মকান্ডে কাজ করে গেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু ও জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন। গত কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে তারা এখন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

তাদের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে জেলা ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায় সহ জেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button