বগুড়া

বগুড়ার সাতমাথায় চোলাই মদ ও নগদ টাকাসহ গ্রেফতার ৪

বগুড়ায় চোলাইমদসহ ৪জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার দুপুর ২টার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গাবতলী উপজেলার ভেলু সরকারের ছেলে মােস্তাফিজার রহমান(৩৫), সদর উপজেলার এনামুল হকের ছেলে নাঈম(২৮), মৃত আলাউদ্দীনের ছেলে আঃ কাপি(৩৯) এবং গাবতলী উপজেলার মৃত বিমল চন্দ্রের ছেলে প্রশান্ত কুমার সরকার(৩০)। দুপুরে র্যাবের পাঠানাে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানাে হয়।

বিজ্ঞপ্তিতে জানানাে হয়, ৫ লিটার চোলাইমদসহ ৪জনকে গ্রেফতার করা হয়। এছাড়া তাদের কাছে থাকা ৮টি সীমকার্ডসহ ৪টি মােবাইল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের সদর থানায় সােপর্দ করা হয়েছে

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button