বগুড়া

বগুড়ায় মাদ্রাসাছাত্র বলাৎকার চেষ্টা: শিক্ষক আটক

বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের ১২ বছরের এক ছাত্রকে বলাৎকার চেষ্টায় অভিযুক্ত শিক্ষক আবুল হাসানকে (২৬) আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা থেকে শিক্ষক আবুল হাসানকে আটক করে নিয়ে আসে ভুক্তভোগী ছাত্রের স্বজনেরা। পরে, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে আটকে রাখা হয়।

ভুক্তভোগী ছাত্রের মা জানান, বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর প্যান্ট খুলে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত আবুল হাসান। কিন্তু ঘুম ভেঙে যাওয়ায় তিনি ব্যর্থ হন।

পরদিন সকালে তার সহপাঠীকে বিষয়টি জানালে তারা মাদ্রাসা বাবুর্চি পলির মাধ্যমে মাদ্রাসা সুপারকে জানান।  কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় মাদ্রাসাছাত্র ভয়ে বাড়িতে পালিয়ে আসে এবং তার চাচাদের জানায়। একইসঙ্গে, কোনো সন্তানের সাথে যেন এমন ঘৃণিত ঘটনা না ঘটে এ জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর মা।

এ ঘটনায়, বগুড়া সদর থানায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button