৫ প্রশ্নে বুঝুন, আপনার ভালোবাসা কতটা গভীর

ছবি: কবির হোসেন
সম্পর্ক মানেই শুধু কিছু সুন্দর মুহূর্ত নয়; জীবনের কঠিন সময়েও একে অপরের পাশে থাকার আশ্রয় হয়ে ওঠাই সত্যিকার ভালোবাসার পরিচয়। দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া ও সম্মান। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক কতটা গভীর, তা বোঝার জন্য নিজেকেই করতে পারেন এই পাঁচটি প্রশ্ন—
১. আপনি কি তাঁর সঙ্গে স্বস্তিতে থাকেন?
নিজের মতো করে প্রকাশ করতে পারা এবং মেকি কোনো আচরণ না করেই গ্রহণযোগ্য থাকা সম্পর্ককে টিকিয়ে রাখার মূল শক্তি।
২. আপনি কি তাঁকে বিশ্বাস করেন?
ছোটখাটো বিষয়েও বিশ্বাসের জায়গা থাকলে সম্পর্ক মজবুত হয়। নজরদারি বা সন্দেহের পরিবেশ তৈরি হলে সম্পর্ক দুর্বল হতে শুরু করে।
৩. কঠিন সময়ে কি একে অপরের পাশে থাকেন?
সমস্যা বা মতের অমিল থাকা স্বাভাবিক। তবে যেকোনো পরিস্থিতি ইতিবাচকভাবে একসঙ্গে সামলাতে পারলে সম্পর্ক দৃঢ় হয়।
৪. একে অপরকে বিকশিত হতে দেন?
সময় ও বয়সের সঙ্গে মানুষ বদলায়। সুস্থ সম্পর্ক হলো যেখানে দুজনই স্বাচ্ছন্দ্যে নিজেদের বিকাশের সুযোগ পান।
৫. তিনি কি আপনাকে বোঝেন?
শুধু শোনা নয়, অনুভব করা—আপনার স্বপ্ন, সংগ্রাম ও অনুভূতি উপলব্ধি করতে পারা-ই প্রমাণ করে সঙ্গীর যত্নশীলতা।
ভালোবাসা মানে একে অপরকে শুধু পাওয়া নয়, বরং বোঝা, মানিয়ে নেওয়া এবং একসঙ্গে এগিয়ে চলার পথ তৈরি করা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া