সারাদেশ
প্রধান খবর

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায়, গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা— এমন অভিযোগ এনসিপির।

হামলার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুপুর আড়াইটার দিকে এনসিপির গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার সময় ইট-পাটকেল ছুড়ে হামলা চালানো হয়।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলেও সংঘর্ষ থামেনি। পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এ সময় সমাবেশস্থলের মঞ্চ এবং চেয়ারগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। শহরের দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং যান চলাচলও পুরোপুরি বন্ধ রয়েছে।

এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button