সারাদেশ
খুলনায় অতিরিক্ত মদপানে মৃত্যু ৫

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় অতিরিক্ত বাংলা মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে, যিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।
শনিবার (১৯ জুলাই) বয়রা পুজা খোলা ইসলামিয়া কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
নিহতরা হলেন—বয়রা সেরের বাজার মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
অন্যদিকে, একই ঘটনায় খালিশপুর দাসপাড়া এলাকার সনু নামের এক ব্যক্তি গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
সূত্র: UNB