সোনাতলা উপজেলা

বগুড়া সোনাতলায় গাঁজার গাছসহ আটক ১

বগুড়া জেলার সোনাতলায় মাদক বিরোধী অভিযানে একটি গাঁজার গাছ সহ ( গাছ আনুমানিক লম্বা ১৫ ফুট ও ওজন ১৪ কেজি) উজ্জ্বল কাজী নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত উজ্জ্বল কাজি সোনাতলা থানাধীন পাকুল্লা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার উত্তর পাড়া গ্রামের মৃত বাচ্চু কাজির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১০ আগস্ট দিবাগত রাতে
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্ত্তী বিপিএম- সেবা ঘোষিত বিশেষ অভিযানে টিম সোনাতলা পাকুল্লা ইউনিয়নের নিশ্চিন্তপুর উত্তর পাড়া গ্রামে মাদকদ্রব্য অভিযান পরিচালনা করে। এতে একটি গাঁজার গাছ সহ ( গাছ আনুমানিক লম্বা ১৫ ফুট ও ওজন ১৪ কেজি) ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সোনাতলা থানা পুলিশ।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গ্রেফতারকৃত ব্যক্তি নিজ বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে চাষাবাদ করে আসিতেছিল। তার বিরুদ্ধে সোনাতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button