সোনাতলা উপজেলা
প্রধান খবর

মামলা না করাসহ নানা অভিযোগে সোনাতলা থানার ওসি মিলাদুন্নবীকে প্রত্যাহার

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যহার করে বগুড়া পুলিশ অফিসে সংযুক্ত করা হয়েছে।

গত ২৮ আগস্ট এই আদেশ দেয়া হয়। তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর মধ্যে ধর্তব্য অপরাধের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু না করা, অপরাধীদের ব্যবহৃত পুলিশ কালারের ব্যবহৃত পিক-আপ গাড়ি ব্যবহার, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ব্যর্থ হওয়া এবং পুলিশ ক্লিয়ারেন্স প্রদানে অনিয়ম।

ওই আদেশে তার বিরুদ্ধে উল্লেখিত অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে সংবাদ মাধ্যমে ওসি মিলাদুন্নবীর বিভিন্ন অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এর পর থেকে ওসির বিরুদ্ধে আরও অভিযোগ বের হয়। এসব অভিযোগের মধ্যে রয়েছে মোটা অংকের অর্থের বিনিময়ে আওয়ামী লীগকে নিরাপদে রাখা, থানায় আটকে রেখে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে ছেড়ে দেয়া, ধর্ষন মামলা নিতে মোটা অংকের অর্থ দাবি এবং টাকা দিতে ব্যর্থ হওয়ায় মামলা গ্রহণ না করা, সোনাতলাকে মাদকের আখরায় পরিনত করা, এমনকি ইয়াবা ট্যাবলেটের বিক্রয়ের হিসেব করে তার উপর কমিশন নেয়া, বিপুল পরিমান মাদক উদ্ধার করে নাম মাত্র দেখিয়ে মামলা দায়ের করা, ওয়ারেন্টভুক্ত আসামীকে থানায় নিয়ে এসে অমানবিক নির্যাতন করা (উল্লেখ্য এসব নির্যাতনের সত্যতা পেয়ে সোনাতলা থানার ৪ পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয় আদলত), গরুসহ বিভিন্ন বাসাবাড়িতে চুরি ও ডাকাতির ঘটনায় ব্যবস্থা না নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে এসব অপরাধীদের সহযোগিতা করা।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা। তিনি বলেন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্তে সত্যতা পাওয়া যায়। সে অনুযায়ী তাকে পুলিশ হেড কোয়ার্টারের একটি আদেশে বগুড়া পুলিশ অফিসে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তিনি এখানেই থাকবেন।

উল্লেখ্য গত প্রায় ১২ বছর ধরে বগুড়ার বিভিন্ন পুলিশ ফাঁরিতে দায়িত্বরত অবস্থায় আওয়ামী লীগের দোসর হয়ে নানা অপরাধের সাথে জড়িত ওসি মিলাদুন্নবী। তবে ৫ আগস্টের পরে রাতারাতি বগুড়া শহরে কোটি টাকার জায়গা ক্রয় করে ৫ তলা ফাউন্ডেশনের বাড়িসহ অঢেল সম্পদের মালিক বনে যাওয়া ওসির বিরুদ্ধে আরো গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ভুক্তভোগি মানুষরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button