ধুনট উপজেলা
প্রধান খবর

বগুড়ায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

বগুড়ার ধুনটে গাছ থেকে পড়ে আতিকুল করিম ওরফে বাবলু তালুকদার (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) বিকেল ৪টার দিকে মারা যান তিনি। 

কৃষক আতিকুল করিম বাবলু উপজেলায় যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামের গোলাম রহমান গেন্দা তালুকদারের ছেলে।

জানা গেছে, নিহত আতিকুল করিম বাবলু দুপুর ১টার দিকে রান্নার কাজে জ্বালানি সংগ্রহের জন্য বাড়ির কাছে যমুনা নদীর তীরে একটি আম গাছে ওঠেন। এ সময় গাছের মরা ঢাল থেকে পোকা বের হয়ে তাকে কামড় দেয়। তখন তিনি অচেতন হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এই বিভাগের অন্য খবর

Back to top button