বগুড়া

অবিলম্বে ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষনা করা হোক: তিতাস

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেছেন, অবিলম্বে ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষনা করা হোক। সেইসাথে এই নৃশংসতম হত্যাযজ্ঞের জন্য নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে হবে। ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে আঁধারে বাঙালী জাতিকে মেধা শুণ্য করার জন্য নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনী। সেদিন শুধু ঢাকা শহরেই ১ লক্ষ মানুষকে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। দেশের মানুষ বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের রোল মডেল। আমরা চাই অতি দ্রুত ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষনা ও গণহত্যার অপরাধ স্বীকার করে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের সঞ্চালনায় জেলা ছাত্রলীগের আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button