গাবতলী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় হাতি দেখতে গিয়ে গাছের ডাল মাথায় পড়ে শিশু নিহত

বগুড়ার গাবতলীতে হাতি দেখতে গিয়ে গাছের ডাল ভেঙে মাথায় পরে এক শিশু নিহত হয়েছে।
নিহত হাসান মিয়া(৯) ভোধন সাহার ছেলে।
মঙ্গলবার বিকেলে জেলার গাবতলী উপজেলার তরুণীহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে একটি হাতি যাওয়ার সময় অন্য শিশুদের সঙ্গে হাসানও দেখতে যায়। এ সময় গাছের একটি ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ