বগুড়া

বগুড়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের মানববন্ধন

বগুড়া জেলা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলায় বেতন গ্রেড পরিবর্তন সহ ৫ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সুপার করা ।

১১ তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা সহ পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিংয়ের ব্যবস্থা দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকরিবিধি ২০১২দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদন্নতির ব্যবস্থা করতে হবে এবং সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

বেলা ১১ টায় বগুড়া জেলা প্রশাসক ও বগুড়া জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন পরিষদের সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী।

উক্ত মানববন্ধনে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের বগুড়া জেলা শাখার আহবায়ক আব্দুর রউফ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার সদস্য সচিব জনাব আবু মুসা, যুগ্ন আহবায়ক আপেল মাহমুদ ,যুগ্ন আহবায়ক ফরহাদ, রাকিব রায়হান, তুহিন। সদস্য আব্দুল বাশেদ, আলমগীর , আছালত,প্রমুখ।


মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারীদের পরিষদের নেতৃবৃন্দ।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button