প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় রওশন ডায়াগনস্টিক ও ক্লিনিক সিলগালা

বগুড়ায় লাইসেন্স, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিসেরও অনুমোদন না থাকায় রওশন ডায়াগনস্টিক ও ক্লিনিক সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় শহরের ঠনঠনিয়া বাস টার্মিনাল এলাকায় অবস্থিত এই ক্লিনিকটি সিলগালা করা হয়।

জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনুর জামান জানান, বিকেলে অভিযান পরিচালনার সময় দেখা যায় হাসপাতাল পরিচালনার কোনো লাইসেন্স নেই প্রতিষ্ঠানটির। একটি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে যা যা অনুমোদন লাগে তার একটিও নেই এই প্রতিষ্ঠানে। এমনকি রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য যেসব রি-এজেন্ট প্রয়োজন হয়, তারও মেয়াদ শেষ হয়ে গেছে বছর দুয়েক আগে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, এমন অবস্থায় ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে। তার আগে ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button