বগুড়া জেলা

বগুড়ায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

বগুড়ায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেল ৫ টা থেকে রাত সোয়া ৮ টা পর্যন্ত শহরের সাতমাথা, থানার মোড়, ফতেহ আলি বাজার, কাঁঠালতলা মোড়ে এ অভিযান চালানো হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার জান্নাতুল নাইম ও খালিদ বিন মনসুর অভিযানটি পরিচালনা করেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, অবৈধভাবে সড়কে মোটরসাইকেল পার্কিং ও ভ্রাম্যমাণ দোকান দিয়ে সড়ক ও ফুটপাত দখল করায় ১০ জনকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এসময় সাতমাথা ও থানা মোড় এলাকায় অবৈধভাবে সড়কে পার্কিং করা ২১ মোটরসাইকেলের হেলমেট জব্দ করা হয়। জব্দ হওয়া হেলমেট বগুড়া পৌরসভার পরিদর্শক শাহ আলির জিম্মায় দেয়া হয়েছে।
সড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button