রাজনীতি

ছাত্রলীগ করে চাকরিও করতে পারে না, ব্যবসাও করতে পারে না: পররাষ্ট্রমন্ত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘তোমরা আন্দোলন কর, কিন্তু শিক্ষা ছেড়ো না। খুব দুঃখ লাগে দলের ছেলে-মেয়েগুলো ছাত্রলীগ-যুবলীগ করে চাকরিও করতে পারে না, ব্যবসাটাও করতে পারে না। সামান্য ব্যবসা করতে গেলেও তাদের দুর্নাম হয়, চাকরি তারা সহজে পায় না। ‘

মন্ত্রী বলেন, ‘তবে তারা পলিটিক্সের জ্ঞান অর্জন করেছে, উই হ্যাভ টু থিংক, আমি শিক্ষকদেরকে অনুরোধ করব এই যে বড় একটা রিসোর্স তাদেরকে কীভাবে সত্যিকার অর্থে দেশের উন্নয়নে কাজে লাগানো যায় সে উপায় বের করতে হবে।

তাদের অনেক স্পিরিট আছে, কমিউনিকেশন স্কিল আছে, তাদের কীভাবে এসব জায়গায় সম্পৃক্ত করা যায় সে পন্থা বের করতে হবে। ‘

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের জন্য নবনির্মিত সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বঙ্গবন্ধুকে স্মরণ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়ে গেছেন। তার স্বপ্ন ছিল এই দেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলা। এবং তা অল্পদিনের মধ্যেই তিনি প্রমাণ করেছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ‘

শাবিপ্রবির সাফল্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনেক আন্তরিকতা ও ইচ্ছা আছে। যার ফলে এতো সুন্দরভাবে একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button