কলেজ

প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এ্যান্ড কলেজ, বগুড়া

বগুড়া লাইভ : প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এ্যান্ড কলেজ, বগুড়া এর নয়নাভিরাম অবকাঠামোর দৃশ্য নিশ্চয় সবার দৃষ্টি আকর্ষণ করে।
১৯১২ সালের ১লা ফেব্রুয়ারী তৎকালীন ভারত সম্রাট পঞ্চম জর্জের নামানুাসরে সর্ব প্রথম জর্জ স্কুল নামে প্রতিষ্ঠিত হয়। পরে তার রাজ্যভিষেক উপলক্ষে করোনেশন স্কুল নামে আখ্যায়িত হয়।
১৯১২ সালে অত্র এলাকাবাসী ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়ে প্রায় শতাব্দী যাবৎ শিক্ষার আলো বিস্তার করে আসছে। প্রতিষ্ঠাতা ছিলেন তদানন্তিক ডিসট্রিক ম্যাজিস্ট্রেট বরদা কান্ত তালুকদার। শহরের কেন্দ্রস্থলে কাটনার পাড়ায় প্রায় বার বিঘা জমির উপর অবস্থিত এ প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত কক্ষ বিশিষ্ট চারটি বিশাল ভবন রয়েছে।

একতলা বিশিষ্ট প্রাচীন ভবনটি স্থাপত্য শিল্পের এক উল্লেখযোগ্য নিদর্শন। দীর্ঘ সময় পরেও যার সৌন্দর্য সবারই দৃষ্টি আকর্ষণ করে। রয়েছে শিক্ষক নিবাস। সামনে রয়েছে বিরাট খেলার মাঠ। রয়েছে শিশু পার্ক। চারিদিকে ঘিরে আছে বিভিন্ন গাছ গাছালী যেন শিক্ষার এক উপযুক্ত ও মনোরম পরিবেশ।

ছবিঃ রাহাত

এই বিভাগের অন্য খবর

Back to top button