বগুড়া সদর উপজেলা
ফুলের মতো দেয়ালটাতে একটি প্রজাপতি
বিকেল বেলায় আমার বাড়ির বাগানে বসেছে কী সুন্দর প্রজাপতি! মন জুড়িয়ে যায়। এই সৌন্দর্য আমার ক্যামেরায় বন্দি করতে খুব বেশী দেরি করিনি। মনে পড়ে যায় কবি নির্মলেন্দু গুণ এর কবিতাটি,
”ফুলের মতো দেয়ালটাতেএকটি প্রজাপতি,দুঃসাহসে বসলো এসেআলোর মুখোমুখি;চিত্রিত নয় কালো রঙেরপাখনা দু’টি মেলে।এবার বুঝি এলে?”