বগুড়া সদর উপজেলা
সুগন্ধী বেলী ফুল
ধবধবে সাদা ফুটে আছে সুগন্ধী বেলী ফুল। বাংলাদেশের প্রায় সকল উৎসব অনুষ্ঠানে ব্যবহৃত ফুলের তোড়া অথবা ফুলের মালাতে সুগন্ধীফুল হিসাবে বেলির কদর রয়েছে। ছবিটি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের ফুল বাগান থেকে তোলা। ছবি: নাভিদ ইবনে সাজিদ নির্জন