ছেলেগুলো এসে জিজ্ঞেস করলো, এগুলো কিসের বই, ভাই?
বগুড়া লাইভ : এ ছেলেগুলো এসে জিজ্ঞেস করলো, এগুলো কিসের বই, ভাই?
আমি বল্লাম – মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা আমাদের দেশে হুদাই অনেক জায়গায় অনেক মানুষ মেরে ফেলে, সেই মেরে ফেলার ঘটনাগুলো তখন পেপার পত্রিকায় ছাপা হইছিল। সেগুলাই এতোদিন পর তোমাদের জানার জন্য ছোট ছোট বই বানানো হইছে।
ওরা কে কেউ উচ্চারন করে পড়তে শুরু করলো… ছবি দেখতে পেয়ে একজন বল্লো – শালারা ক্যাংকা (কি ভাবে) করে মারছে দেখ…
* আমার রক্তে ঝিলিক দিয়ে উঠলো, আমি তো এদের অপেক্ষাতেই ছিলাম! এমন প্রজন্মই তো আমি চাই, যারা পাকিস্তান ও পাকিস্তানীদের ঘৃনা করবে। ওদের যঘন্য গনহত্যাকে ঘৃনা করবে। আমার মেলায় স্টল নেওয়া স্বার্থক করে হ্যাকলবেরী ফিন ও টম সয়্যার রা চলে গেল…
আমি চেয়ে চেয়ে দেখলাম ওদের চলে যাওয়া আর মনে হলো – এরা ঠিক সময় মতো গর্জে উঠবে, কোন সন্দেহ নাই….
ছবি – সাতমাথা (২১ শে বই মেলা)
লিখেছেন : আকবর আহমেদ