একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
বগুড়া সার্কিট হাউজের দেয়ালের পাশে শুয়ে আছে একজন অসহায় মানুষ। কারো মনে একটু দয়া জাগলে দুই এক টাকা দান করছেন, কেউবা মুখ ফিরিয়ে নিচ্ছে প্রতিনিয়ত। খাদ্য-বস্ত্র-চিকিৎসা… মৌলিক অধিকার হিসেবে কিছুই কি পাবে না এই অসহায় মানুষজন? ছবি: ব্লগার নাভিদ ইবনে সাজিদ নির্জন স্থান: বগুড়া সদর, বগুড়া