জাতীয়
ক্লান্ত ট্রাফিক পুলিশ
রোদ-ঝড়-বৃষ্টিতেও থেমে থাকেনা সড়কের যানজট সরানোর কাজ। রোদে পোড়া দু’চোখের নিচে কালো ছায়ায় কিছুক্ষণের জন্য পানি দিতে গেলেও বেধে যায় প্রচন্ড যানজট, সহ্য করতে হয় বড় বাবুর গালি। ছবিটি বগুড়া জেলার সাতমাথা মোড় থেকে তোলা। ছবি: নাভিদ ইবনে সাজিদ নির্জন