জাতীয়
ছুটির দিনে বগুড়ার অমর ২১শে বই মেলা ২০১৮ ইং বই প্রেমীদের উপচে পড়া ভিড়
বগুড়া লাইভ : ভাষার মাস ফেব্রুয়ারি মাস। বেশ কয়েক বছর ধরেই প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ২১ তারিখের দিন থেকে বইমেলা অনুষ্ঠিত হয়। এরপর ক্রেতা, দর্শক ও বিক্রেতাদের আবেদনের প্রেক্ষিতে ফেব্রুয়ারির শেষ দিন অবধি এই মেলা চলে।
এ বছরেও শুরু হয়েছে বই মেলা শহরের প্রাণ কেন্দ্র সাতমাথায়। মেলায় এবার ৪০ টির মত স্টল বসেছে। দোকানীরা বলছে বিক্রি ভালোই হচ্ছে, বেশির ভাগই ক্ষুদে বই প্রেমীরা বই কিনছে এবার। বই মেলা চলবে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত।
ছবি : আকাশ