হারিয়ে যাচ্ছে বাংলা কাঠঠোকরা
বাংলা কাঠঠোকরা (বৈজ্ঞানিক নাম: Dinopium benghalense) Picidae (পিসিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Dinopium (ডাইনোপিয়াম) গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির অতি পরিচিত পাখি । ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলা কাঠঠোকরা। ছবিটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে তোলা। ছবি: নাভিদ ইবনে সাজিদ নির্জন।