বগুড়া লাইভ - আপডেট

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীর ১ম স্থান অধিকার

জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীর ১ম স্থান অধিকার

বাংলাদেশ সরকারের জেলা প্রশাসন, বগুড়া কর্তৃক জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে গত ০৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে উডবার্ণ সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে মাধ্যমিক পর্যায়ে ‘অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ’ বিষয়ে অংশগ্রহণ করে টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাফিয়া ইবনাত নুহা ১ম স্থান লাভ করে।

গত ০৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে র‌্যালি ও আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মাদ নূরে আলম সিদ্দিকী। টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তার এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তার ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

বার্তাঃ পিআরপি বিভাগ, টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, বগুড়া।

এই বিভাগের অন্য খবর

Back to top button