শিবগঞ্জ উপজেলা
‘পুলিশের দুই কর্মকর্তাকে বিশেষ সম্মাননা প্রদান’
সাইফুল্লাহ্ – শিবগঞ্জ বগুড়া : বগুড়ার শিবগঞ্জে মোকামতলা ট্রাফিক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ‘এমএ মুমিন’ বগুড়া জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট এবং মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের প্রতিভাবান এস.আই ‘রেজাউল করিম’ বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এস.আই হিসাবে বিশেষ সম্মাননা পাওয়ায় “বগুড়া লাইভ কমিউনিটি” এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।