শাজাহানপুর উপজেলার অদ্যই নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশিক – শাজাহানপুর, বগুড়া : শাজাহানপুর উপজেলার নয়মাইল-ঢাকা মহাসড়ক থেকে ৬ কি.মি পূর্বে আমরুল ইউ.পি’র অন্তর্গত ১টি বিদ্যালয় এটি। বসন্তের এই ঊষা লগ্নে পলাশের হাসিতে বনানীর রন্ধে রন্ধে ফুটেছে ফুল, বৃক্ষে বৃক্ষে এসেছে মুকুল সেই শুভ মূহর্তে নগর স. প্রা. বিদ্যালয়ে ২য় বারের মতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। অনষ্ঠান সূচিতে সকাল ৯.৩০ ঘটিকায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপর পর্যায়ক্রমে শপথ বাক্য পাঠ, জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং সকাল ১০.৩০ মিনিটে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতার মূল কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজ্জামান অটল, চেয়ারম্যান আমরুল ইউ.পি। তিনি বলেন, “শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব ঘটে গেছে। সাক্ষরতার হার বৃদ্ধি, বিদ্যালয়ে ভর্তির হার শতভাগ, ছাত্রছাত্রীর সমতা, নারী শিক্ষায় অগ্রগতি, ঝরে পড়ার হার দ্রুত কমে যাওয়াসহ শিক্ষার অধিকাংশ ক্ষেত্রেই রোল মডেল এখন বাংলাদেশ।” এছাড়া বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল ওহাব, চেয়ারম্যান খামারাকান্দি ইউ.পি এবং জনাবা ইমতিয়াজ পারভিন ইতি, প্রভাষক শেরপুর ডিগ্রী কলেজ!
সার্বিক তত্বাবধানে ছিলেন জনাব মোঃ শহিদুজ্জামান সেলিম, গভর্ণিং বডি’র সভাপতি অত্র বিদালয়।