ধুনটে বিদ্যালয় চত্বরের মরা গাছ শিক্ষার্থীদের মরণফাঁদ!
বগুড়ার ধুনট উপজেলার চান্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরের মরা গাছ এখন শিশু শিক্ষার্থীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে ১৯৮৮ সালে। বিদ্যালয়ে প্রায় ১৭০ ছাত্রছাত্রী লেখাপড়া করে। শিক্ষার্থীদের পাঠাদানের জন্য রয়েছে ৫জন শিক্ষক। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর বহন করছে। কৃতি শিক্ষার্থী গড়ার এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে নানা সমস্যা-সংকটে জর্জরিত। হাজারো সমস্যার মধ্যে বিদ্যালয় চত্বরের মরা গাছ শিশু শিক্ষার্থীদের মাঝে ভয়াবহ আতংকের প্রতীক হিসেবে দাড়িয়ে আছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয় চত্বরে গাছ কয়েক বছর আগে মারা গেছে। এরপর ওই গাছের ডালপালা শুকিয়ে খড়ির আকার ধারণ করে মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুকিপূর্ণ ওই গাছের নীচ দিয়ে শিক্ষক, শিক্ষার্থীর ও অভিভাবকরা চলাচল করছে। মরা গাছ ভেঙ্গে পড়ে জীবন নাশের আশংকা রয়েছে। এ ছাড়াও বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, শিক্ষা উপকরণ, খেলাধূলার সামগ্রী সংকট রয়েছে। শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী। বিদ্যালয় ভবনটিও সংস্কার প্রয়োজন।