বগুড়া সদর উপজেলা

বগুড়ার মহাস্থানগড়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রত্ন আর্ট ক্যাম্প ২০১৮’

বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রত্ননাটক করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তারই ধারাবাহিকতায় আড়াই হাজার বছরের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক আচার অনুষ্ঠানের ইতিহাস নিয়ে প্রত্ননাটক “মহাস্থানগড়” মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নির্দেশনায় নাটকটি মঞ্চায়নের জন্য পুরোদমে মহড়া চলছে।

নাটকটি প্রদর্শনীর অংশ হিসেবে বগুড়ার মহাস্থানগড়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রত্ন আর্ট ক্যাম্প ২০১৮’।

২৪ ফেব্রুয়ারি মহাস্থানের ১০টি স্থানে ১০ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে দিনব্যাপী এই আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেগুলো হল- নগর রক্ষা দেয়াল (জাদুঘর), ভাসু বিহার, বেহুলার বাসর ঘর, ঘবিন্দ ভিটা, জুগির ভবন, বৈরাগির ভিটা, জাহাজ ঘাট, তোতারাম পণ্ডিত বাড়ি, পশুরামের ভবন, জিয়ুত কুন্ঠ জাদুঘরের ড্রইং। এছাড়াও বগুড়া জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের দশজন শিক্ষার্থী আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেছেন।

আয়োজিত আর্ট ক্যাম্পে শিল্পীরা মহাস্থানগড়ের বিভিন্ন স্থাপনার ক্যানভাস পেইন্টিং ও স্ক্রেচ করেন। আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী চিত্রশিল্পীরা হলেন- আরিফুর রহমান তপু, কুন্তল বাড়ৈ, কাপিল চন্দ্র রায়, শারমিন আক্তার লিনা, কামরুন নাহার ময়না লুম্বিনী দেওয়ান, পল্লব কুমার মোহন্ত, তিতাস চাকমা, আকাশ চন্দ্র সরকার এবং সুজন মাহাবুব।

উল্লেখ্য মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই মহাস্থানগড় নগরী এক সময় বাংলার রাজধানী ছিল। প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। ২০১৬ সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।

নিউজজি/এসএফ

এই বিভাগের অন্য খবর

Back to top button