বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নাহিদ (বগুড়া লাইভ): বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পুলিশ জানায়, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান এর নেতৃত্বে গতকাল এসআই, আনোয়ার হোসেন, পি.এস. আই আরিফুল রহমান, এসআই মুকুল চন্দ্র বর্মন এস.আই রেজাউল করিম, এ.এস.আই শামসুল আলম সহ সঙ্গীয় ফোর্স এক বিশেষ অভিযান চালিয়ে অত্র থানার বিভিন্ন স্থান থকে ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার শিবগঞ্জ দাড়িদহ গ্রামের ইমান আলীর পুত্র ইবনে কাওছার পিয়াস, মহাস্থান নামাপাড়া গ্রামের আঃ রশিদ এর পুত্র মোস্তাফিজার রহমান মাসুম , গড় মহাস্থান সরকারপাড়া গ্রামের শাহ জাহান সরকারএর পুত্র মোঃ সাঈদ নূর , মহাস্থান মধ্যপাড়া গ্রামের হাফিজার রহমান এর পুত্র আব্দুর ছাত্তার , একই গ্রামের আব্দুল মান্নান এর পুত্র মাসুদ রানা সাজু, মাঝপাড়া ফুলতলা গ্রামের বাদশা মিয়া এর পুত্র ছানোয়ার হোসেন পলাশ, নওগাঁ জেলার ভাড়াটিয়া গ্রামের নাজমুল ইসলাম এর পুত্র মনোয়ারুল পারভেজ, বগুড়া জেলার কাহালু থানার কাহালু মাষ্টারপাড়া গ্রামের আফতাব উদ্দিন এর পুত্র মশিউর রহমান বাপ্পী , নওগাঁ জেলার নওগাঁ সদর থানার হাট নওগাঁ গ্রামে মোঃ জাফর আলী’র পুত্র ফজলে রাব্বী । এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। মাদক ব্যবসার সাথে যেই জড়িত থাকবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ থানার মাদক ব্যবসায়ীদের কে ধরার জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।