বগুড়া সদর উপজেলা
সদরের এস.পি ব্রীজ থেকে করতোয়া নদীর পাশ দিয়ে জেলখানা ব্রীজ সংলগ্ন রাস্তাটির সংস্কার কাজ শুরু
এসবি (বগুড়া লাইভ): পূর্ণ উদ্যমে শুরু করা হয়েছে বাঁধের রাস্তার সংস্কার এর কাজ।
সদরের এস.পি ব্রীজ থেকে করতোয়া নদীর পাশ দিয়ে জেলখানা ব্রীজ সংলগ্ন রাস্তাটির সংস্কার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে গতকাল রাস্তার ইট তুলে মাটি হালকা করে কেটে রাস্তা সমান করা হয়। স্থানীয় ভাবে এই রাস্তাটি বাঁধের রাস্তা নামে পরিচিত।