জাতীয়

প্রায় ১২ ঘন্টা পর উত্তরাঞ্চলের ১১ জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে

বগুড়া লাইভ: উত্তরাঞ্চলের বাস চলাচল শুরু

গেলো মঙ্গলবার রাতে, বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে ঐক্য পরিষদের জরুরি সভা শেষে এই ঘোষণা দেয়া হয়। ঐক্য পরিষদের নেতারা জানান, নওগাঁ শ্রমিক ইউনিয়নের সঙ্গে বগুড়া মোটর মালিক গ্রুপের বিরোধের জেরে গেল কদিন বগুড়ার মালিকদের বাস ঢাকার মহাখালী ও গাবতলীতে আটকে রেখেছে বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশনের নেতারা।

সোমবার, নওগাঁ ও বগুড়ার বিরোধ মিটে যাওয়ার পরও ঢাকায় বগুড়ার বাস মালিকদের কাউন্টার বন্ধ করে দেয়া হয়। আজ বুধবার সকাল থেকে রংপুর ও রাজশাহী বিভাগের ১১ জেলার সঙ্গে রাজধানীর বাস চলাচল বন্ধ ছিলো।

এই বিভাগের অন্য খবর

Back to top button