শিবগঞ্জ উপজেলা

ক্যান্সার বি‌শেষজ্ঞ ডাঃ আব্দুর র‌হিম

সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ): ক্যান্সার বি‌শেষজ্ঞ ডাঃ আব্দুর র‌হিম, বগুড়ার শিবগ‌ঞ্জের অহংকার! ‌

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার হাটের কৃতি সন্তান প্রফেসর ডাঃ এম এ রহিম, যিনি একাধারে ক্যান্সার হাসপাতাল ঢাকার সাবেক ডিরেক্টর এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যান্সার গবেষক। তিনি সারাদেশের ডাক্তার সমাজের অহংকার ও সবার পরিচিত ব্যক্তিত্ব। তিনি ক্যান্সার চিকিৎসায় বেশ সুখ্যাতি অর্জন করেছেন। তাঁর বেশ কয়েকটি ক্যান্সারের উপর লেখা বই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগাক্রান্ত হয়ে বগুড়া শহরের বারোপুরের বাসায় নীরবে-নিভৃতে দিনযাপন করছেন। আমরা তাঁর সুস্থতা কামনা করি।

 

এই বিভাগের অন্য খবর

Back to top button