বগুড়া লাইভ - আপডেট

‘টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ-এর নবীন বরণ আনুষ্ঠিত’

সাইফুল্লাহমানসুর (বগুড়া লাইভ): বগুড়ার একমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ-এর নবীন বরণ আনুষ্ঠিত হয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নবীন বরণ সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় জনাব অধ্যাপক হাবিবুর রহমান। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: মামুন-উর-রশীদ খন্দকার (ডীন, প্রকৌশল অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়)। বিশেষ অতিথী হিসেবে ছিলেন প্রফেসর আবু জাফর মু. তৌহিদুল ইসলাম (সভাপতি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয়)।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে টিএমএসএস-এর বিভিন্ন কর্মকর্তাগণ বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথী তাঁর বক্তব্যে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ছাত্র-ছাত্রীদের আরও পরিশ্রমী হয়ে পড়াশুনা করতে হবে এবং আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ।”

অতিথীদের বক্তব্য শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান, নাটিকা ও কৌতুক পরিবেশন করে।

 

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button
A palavra '' foi encontrada no array.