খেলাধুলা
বগুড়ার কৃতি সন্তান জাতীয় দলের ফুটবলার
বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জিবন।
পূর্ণ নাম: মো নাবিব নেওয়াজ জিবন । ডাকনাম: জিবন। বয়স:২৬ বছর।
বর্তমান ক্লাব: ঢাকা আবাহনী লিমিটেড পজিশন : স্ট্রাইকার।
ঠিকানা: গাংনগর,শিবগঞ্জ, বগুড়া।
২০১৪ সালে তার জাতীয় দলে অভিষেক হয়। এর আগে বারিধারা ও টিম বিজেএমসি ক্লাবের জার্সি গায়ে বেশ কয়েক মৌসুম খেলে থাকেন। জাতীয় দলে পারফর্মের পর বাংলাদেশের ঐতিহাসিক ক্লাব “ঢাকা আবাহনী ” তাকে চুক্তিবদ্ধ করে। এছাড়াও ২০১৫ সালে ঢাকা মোহামেডানের হয়ে বঙ্গবন্ধু কাপে অংশ নেন এবং তার অসাধারণ পারফরমেন্সে শিরোপা অর্জন করে। এখন তিনি আবাহনীর হয়ে এএফসি কাপে অংশগ্রহন করবেন।