শিক্ষা
দোহার সরকারী প্রাথমিক বিদ্যালয়” নন্দীগ্রাম উপজেলার অন্যতম একটি প্রাথমিক বিদ্যালয়
এ আর আশিক ( বগুড়া লাইভ): শিক্ষাই জাতির মেরুদন্ড।
আর এই শিক্ষাকে পরিপূর্ণ করতে আমরা প্রাতিষ্ঠানিক ভাবে যেখানে শিখতে যাই, সেই প্রতিষ্ঠানই হলো বিদ্যালয়।
“দোহার সরকারী প্রাথমিক বিদ্যালয়” নন্দীগ্রাম উপজেলার অন্যতম একটি প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রতিদিন জ্ঞানের আলোয় দীপ্ত হচ্ছে শতাধিক কোমলমতী শিশু। এবং বিদ্যালয়টি এখন পর্যন্ত শিক্ষা বিস্তারে এলাকায় সুনাম অর্জন করে আসছে খ্রি.২০০০ সাল থেকে।