বগুড়া সদর উপজেলা

প্রায় মৃত খরস্রোতা করতোয়া

এসবি  (বগুড়া লাইভ): প্রায় মৃত খরস্রোতা করতোয়া। বর্তমানে নদীতে হাঁটু-জল, কোথাও কোথাও কাঁদাসহ কোমর জল!
.
নদীর অবৈধ দখলেও যেমন কর্তৃপক্ষের যেমন কোন ভ্রুক্ষেপ নাই, তেমনি নদীর স্বচ্ছলতা, প্রাণবন্ততা ফিরিয়ে আনতেও কর্তৃপক্ষ ব্যাপক উদাসীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button