বগুড়া গাবতলীতে ১১ তম বয়স্ক নাগরিক পূনর্মিলনী অনুষ্ঠান পালিত
সুজা উল-মাহমুদ (বগুড়া লাইভ): গাবতলী এলাকায় মরহুমদের স্মরণে ১১ তম বয়স্ক নাগরিক পূনর্মিলনী অনুষ্ঠান পালিত হয়েছে। ১১ বছর যাবৎ পৌরসভা এলাকার মাস্টার পাড়ায় প্রবীণ ব্যক্তিদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছেন ঢাকা জজ কোর্ট এর উকিল জনাব মোঃ মোকছেদ আলী।
এবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের সবচেয়ে প্রৌঢ় ব্যক্তি জনাব আব্দুল বারী আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব মোরশেদ মিলটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল মালেক সরকার।এছাড়াও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই সবাইকে টুপি পরিয়ে দেয়া হয়। অনুষ্ঠানের বক্তৃতা প্রদানকারী বক্তারা এরকম অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে এর সামাজিক গুরুত্ব তুলে ধরেন।
বক্তব্য শেষে উপস্থিত সবাইকে পাঞ্জাবী জন্য থান কাপড় ও জায়নামাজ উপহার হিসেবে প্রদান করা হয়। পূর্বে অংশ নেয়া মৃত ব্যক্তিদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানটি প্রীতি ভোজের মধ্যদিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।