গাবতলী উপজেলা
গাবতলী উপজেলার পাঁচমাইল টু পেড়িহাট রাস্তার সংস্কার কাজ শুরু
মশিউর (বগুড়া লাইভ): দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে শুরু হয়েছে গাবতলী উপজেলার পাঁচমাইল টু পেড়িহাট রাস্তার সংস্কার কাজ ৷
প্রতিদিন কয়েক হাজার লোক চলাচল করে এ রাস্তায় ৷ দীর্ঘদিন যাবৎ এ রাস্তার সংস্কার কাজ হবে হবে বলে শোনা যাচ্ছিলো, অবশেষে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সংস্কার কাজ ৷
ছবি: আজিজ