ইন্টেরিয়র ডিজাইন
‘ফুড এন্ড এগ্রো এক্সপো, ২০১৮
এস.বি. (বগুড়া লাইভ):
বগুড়া সদরের পৌর পার্কের টিটু মিলনায়তন প্রাঙ্গণে চলছে ‘ফুড এন্ড এগ্রো এক্সপো, ২০১৮‘। ২য় বারের মত অনুষ্ঠিত হচ্ছে ফুড এন্ড এগ্রো এক্সপো মেলাটি। এবার মেলার মেয়াদ চার দিন করেছে মেলাটির কর্তৃপক্ষ। উক্ত নামের পাশাপাশি মেলাটিকে ‘স্বাস্থ্য মেলা’ নামটিও দেওয়া হয়েছে।