সারিয়াকান্দি উপজেলা

বগুড়া জেলার সুন্দর বড় উপজেলা হলো সারিয়াকান্দি

বগুড়া জেলার সুন্দর এবং বড় উপজেলা হলো সারিয়াকান্দি। জেলার সর্ব পূর্বে ও শেষ সীমানায় যমুনা নদীর তীরে গড়ে উঠেছে এ উপজেলা। সারিয়াকান্দি পৌরসভাধীন বালুয়াহাটা, সারিয়াকান্দি বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, এবং বিভিন্ন স্থাপনা প্রায় সবই নদীর অদূরে।

প্রতিদিন /প্রতি সপ্তাহে অনেক দর্শনার্থী সারিয়াকান্দিতে সৌন্দর্য দেখছে আসে। সেক্ষেত্রে যারা নতুন বা সারিয়াকান্দি সম্পর্কে ভালো ধারনা নেই, তারা নানা সমস্যার সম্মুখীন হয়। তাদের জন্য এ পোস্ট।

সারিয়াকান্দি উপজেলার ম্যাপ

আপনারা সারিয়াকান্দি আসলে কোথায় ঘুরবেন-

সারিয়াকান্দির দর্শনীয় স্থান গুলোর প্রানকেন্দ্র হলো

#কালিতলা_গ্রোয়েন_বাঁধ
সারিয়াকান্দি পৌর এলাকায় অবস্থিত এখানে আসতে, সিএনজি স্ট্যান্ড বা বাজার এলাকা থেকে ১০ মিনিটের পথ। ১৫ টাকা রিক্সাভাড়া। এছাড়া বাজার এলাকা থেকে ১৫ মিনিটের দূরত্ব

প্রেম_যমুনার_ঘাট

#প্রেম_যমুনার_ঘাট
২০-২৫ টাকা রিক্সা, এবং ১০-১৫ টাকা ভ্যানভাড়া।

সুুুইচ গেট

#সুুুইচ_গেট/ #ফিশপাস

রিক্সা, ভ্যানে যেতে পারেন। ভাড়া ২০-৩০ টাকা।
এছাড়াও আপনারা #হাসনাপাড়া_বাঁধ ও #দেবডাঙ্গা_গ্রোয়েন_বাঁধে যেতে পারেন। প্রকৃতি ও নদীর সৌন্দর্য উপভোগের জন্য।

এই বিভাগের অন্য খবর

Back to top button