শিবগঞ্জ উপজেলা
শিবগঞ্জে মুরগি পালন করে এখন অনেকেই সাবলম্বী
সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ): বগুড়া শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন এবং কিচক ইউনিয়নের মানুষদের মধ্যে মুরগি পালন করা একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে।
আগে যারা দিনমজুর হিসেবে কাজ করতেন তারা এখন মুরগি পালন করে সাবলম্বী হয়ে উঠেছেন।
ছবিটি শিবগঞ্জের কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া থেকে তোলা।