শিক্ষা

উডবার্ণ পাবলিক লাইব্রেরী

এস.বি. (বগুড়া লাইভ):
 
“পড়িলে বই, আলোকিত হই।
না পড়িলে বই, অন্ধকারে রই।”
 
– এই শ্লোগান নিয়ে এগিয়ে চলেছে বগুড়ার একমাত্র সরকারি গণ-গ্রন্থাগার উডবার্ণ।
এই গ্রন্থাগার বগুড়ার একমাত্র সরকারি গ্রস্থাগার, যা আমজনতার জন্য উন্মুক্ত। গ্রন্থাগারটি শহরের পৌর পার্ক এর পশ্চিম সীমানা ঘেঁষে রয়েছে। বহু বছর ধরে উডবার্ণ গ্রন্থাগার বগুড়ার বই প্রেমিদের চাহিদা পূরণ করে চলেছে এবং পাশাপাশি নতুন পাঠক তৈরি করছে।
 
গ্রন্থাগারটির কার্যক্রম আরো বিস্তার লাভ করবে এই আশা ব্যক্ত করা হচ্ছে বইপ্রেমিদের পক্ষ থেকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button