ইন্টেরিয়র ডিজাইন
‘বিসিক ভবন,বগুড়া।’
এস.বি. (বগুড়া লাইভ): শিল্পনগরী বগুড়ার শিল্পকেন্দ্র হল বিসিক নগরী।আর এই বিসিক নগরীর সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ কেন্দ্র হল ‘বিসিকি ভবন’।
বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মৌজায় ৩৩.১৭ একর জমিতে বিসিক শিল্প নগরী স্থাপন করা হয়েছে।
উক্ত বিসিক শিল্প নগরীতে ৯৩টি শিল্প কারখানা স্থাপন করে প্রায় ৬০০০ জন লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।
বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মৌজায় ১৯৬৪ইং ও ১৯৮০ইং সালে দুই দফায় ৩৩.১৭ একর জমি অধিগ্রহণ করে বিসিক শিল্প নগরী স্থাপন করা হয়েছে।(তথ্যসূত্র: উইকিপিডিয়া)