কাহালু উপজেলা
কাহালুতে গ্যাসের দোকানে আগুন
সাথী (বগুড়া লাইভ): গতকাল রাতে কাহালুতে একটি গ্যাসের দোকানে বৈদ্যুতিক গোলযোগ (আনুমানিক) এর কারণে আগুন লাগে। আনুমানিক রাত ১০.৩০ মিনিটে একটি গ্যাসের দোকানে আগুন লাগে। আগুন নিভাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে।হারুন নামে উক্ত ব্যক্তির দোকানে গ্যাসের সিলিন্ডারসহ গ্যাসের স্টোপ ও প্রয়োজনীয় বিভিন্ন দামি জিনিসপত্র ছিল। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।