আদমদিঘী উপজেলা
বগুড়ায় ইরি ধান আবাদ
এস.বি (বগুড়া লাইভ): বগুড়া জেলার কাহালু ও আদমদিঘী উপজেলার কৃষকেরা বিঘার পর বিঘা জমিতে এবার ইরি ধান রোপণ করেছেন। চোখ যে দিকেই যাবে, মাঠ শুধু সবুজ ধানে ভরপুর। ফলন ভাল হলে এবার ধানের ব্যাপক উৎপাদন হবে এই আশাবাদ ব্যক্ত করেছেন কৃষকেরা।
ছবির স্থান: আদমদিঘী উপজেলা।